Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাবিলপুরের হাশেম সওদাগরের সূদৃশ্য হাক্কানী জামে মসজিদ।
স্থান
কাবিলপুর,সেনবাগ,নোয়াখালি।
কিভাবে যাওয়া যায়
বাংলাদেশের যে কোন জায়গা থেকে ফেনী এসে বাসে বা সিএনজিতে করে সেনবাগের ছমিরমুন্সিরহাট নেমে রিক্সা বা সিএনজিতে করে কাবিলপুরে নামতে হবে। তার পর হাক্কানী মসজিদ বললে লোকেরা দেখিয়ে দিবে।
বিস্তারিত

কাবিলপুরের ঐতিহ্যবাহী মুসলিম স্থাপত্য ও পারস্য শিল্পের অনুকরনে নির্মিত সুদৃশ্য মনোরম আধুনিক নির্দশন হাক্কানী জামে মসজিদ এবং শাহ সূফি রফিকুল ইসলাম এর মাজার শরিফ। এর নির্মান কাজ শুরু হয় ২০০৩ সালে এবং কাজ শেষ হয় ২০০৮ সালে। সবচেয়ে আশ্চার্যের বিষয় এই মসজিদ সম্পূর্ন কাঁচের প্লেট দিয়ে নির্মিত। কোন টাইলস ব্যবহার করা হয় নি। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মিত। কাবিলপুরের হাশেম সওদাগর এবং আবুল খায়ের গ্রুপ কোম্পানি এর সম্পূর্ন খরচ বহন করেন।

 

 

 

 

সৌজন্যেঃ মোহাম্মদ মনির উদ্দিন নোমান। উদ্যোক্তা পরিচালক, ৬ নং কাবিলপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ( ইউ,আই,এস,সি)